নেত্রকোনায় বিএনপি কর্মী আহের উদ্দিন ওরফে তাহের উদ্দিন (৪৫) হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বিচীপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে আবু তালিব (৪৮), গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), তার ভাই স্বপন মিয়া (২৮) ও মৃত গাবর আলীর ছেলে সিদ্দিক (৪৫)।
আদালত সূত্র জানায়, ২০০১ সালের ২৫ মে রাতে বিচীপাড়া জামে মসজিদে এশার নামাজ আদায়কালে বিএনপি কর্মী তাহের উদ্দিনকে পুর্ব শত্রুতার জের ধরে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে আসামিরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।