সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের লেখকদের সংস্থা গিল্ড গুগলের এক ডিজিটাল লাইব্রেরি গঠনের প্রস্তাব নাকচ করে দেয়। এছাড়া তারা গুগলের অসংখ্য বইয়ের স্বত্বাধিকারিত্ব নিয়েও প্রশ্ন তোলে।
তার জবাবে গুগল ই-বইয়ের ন্যায্য ব্যবহার করছে বলে দাবি করে। কারণ হিসেবে তারা জানায় মূলত বইয়ের উদ্ধৃতাংশ তাদের সাইটে প্রকাশ করে।
এ মামলায় যুক্তরাষ্ট্রের বিচারক ড্যানি চিন অবশ্য গুগলকেই সমর্থন জানিয়েছেন এবং গিল্ডকে ভুল প্রমাণিত করে মামলাটি খারিজ করে দিয়েছেন।
এই রায় গুগল, লেখক গিল্ড এবং প্রকাশকদের মধ্যে দীর্ঘকালীন বিতর্কের জন্ম দিতে পারে বলে জানিয়েছে বিবিসি। ২০০৫ সাল থেকে লেখক এবং প্রকাশকরা স্ক্যানিং প্রকল্পের বিরোধীতা করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।