আমাদের কথা খুঁজে নিন

   

বেনজির ভুট্টো হত্যা মামলার ১০ সাক্ষীকে আদালতে তলব

পাকিস্তানের সন্ত্রাস বিরোধী বিশেষ আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার ১০ সাক্ষীকে তলব করেছে।

আজ শনিবার মামলার শুনানি শেষে রাওয়ালপিন্ডিতে অবস্থিত বিশেষ আদালতের বিচারপতি পারভেজ রাসূল জয়া ওই সমন জারি করেন।

এছাড়া এ মামলায় আটক আসামি মোহাম্মাদ রাফাকাত, হাসনাইন গুল ও আইতাজ শাহের পক্ষ থেকে করা জামিন আবেদনের বিষয়ে সরকারি কৌঁসুলিদের নোটিশও দিয়েছেন বিচারপতি পারভেজ রাসূল। আগামী ২৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকত বাগের বাইরে বোমা হামলা ও বন্দুকের গুলিতে নিহত হন বেনজির। সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফের শাসনামলে সংঘটিত ওই ঘটনার দিন রাওয়ালপিন্ডির একটি নির্বাচনি জনসভায় ভাষণ শেষে ফিরছিলেন তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.