আমাদের কথা খুঁজে নিন

   

মন্তব্যের সময় আসেনি: বেনজির

বুধবার বড়দিন উপলক্ষে ইস্কাটনে সাধু থোমার গির্জা ঘুরে দেখার পর পুলিশ কমিশনারের কাছে সাংবাদিকরা জানতে চান- বিএনপিকে নয়া পল্টনে সমাবেশ করার অনুমতি দেয়া হবে কি-না।
জবাবে তিনি বলেন, “বিষয়টি নিয়ে এখন মন্তব্য করলে প্রি-ম্যাচুউরড হবে। ”
এর ঘণ্টা দুই আগে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল দলের পক্ষ থেকে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে একটি চিঠি পৌঁছে দেয়।
পরে ফারুক সাংবাদিকদের বলেন, “২৯ ডিসেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি হবে। এতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া থাকবেন।

আমরা মহানগর পুলিশ কমিশনারের কাছে এই কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতা চেয়েছি। ”
সেদিন সমাবেশে মাইক ব্যবহারের জন্যও অনুমতি চাওয়া হয়েছে ওই চিঠিতে। সরকারের ‘সহযোগিতা চেয়ে’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শকের কাছেও আলাদা চিঠি দেয়া হচ্ছে বলে ফারুক জানান।
টানা অবরোধের পর মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া।
৫ জানুয়ারি অনুষ্ঠেয় ‘প্রহসনের’ নির্বাচন প্রতিহত করতে সবাইকে ঢাকা অভিমুখে পদযাত্রার আহ্বান জানিয়ে তিনি বলেন, “২৯ ডিসেম্বর সারাদেশ থেকে সক্ষম নাগরিকদের ঢাকা অভিমুখে পদযাত্রা করার আহ্বান জানাচ্ছি।


এরপর রাতে রাজধানীর বাংলামোটরে পুলিশবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে কনস্টেবল ফেরদৌস খলিল নিহত হন। গভীর রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাড়ির সামনে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পুলিশ কমিশনার বলেন, পুলিশের কাজ নগরবাসীকে নিরাপত্তার দেয়া। সামর্থ্য অনুযায়ী পুলিশ সে চেষ্টাই করছে।
কোনো হুমকির কারণে খালেদা জিয়ার বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে কিনা জানতে চাইলে বেনজির বলেন, “নিশ্ছিদ্র নিরাপত্তার দেয়া পুলিশের কর্তব্য।


এই পুলিশ কর্মকর্তা জানান, বাংলামোটরে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িততে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
“পুলিশের ওপর হামলা মানেই রাষ্ট্রের ওপর হামলা। ”
দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশ নিজেই নিরাপত্তহীন হয়ে পড়েছে কিনা- এমন প্রশ্নে বেনজিন বলেন, “যদি তাই হতো, তাহলে সন্ত্রাসী, খুনী ও নরপিশাচরা রাজত্ব করত। ”
পুলিশের হতাশার কোনো কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.