জেগেও যে ঘুমের ভান করে তাকে জাগানো যায় না।
[সর্বশেষ : এইমাত্র (রাত দেড়টা) আলজাজিরা আর বিবিসির খবরে দেখলাম বেনজিরের মিছিলে একটি বা দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। পাকিস্তানি পুলিশ জানিয়েছে বেশ কিছু হতাহত হয়েছে এতে। আগেই বলে রাখি জঙ্গিরা কিন্তু বেনজির আর মোশাররফের শত্রু। ]
আট বছর স্বেচ্ছা নির্বাসনে কাটিয়ে গতকাল দেশের মাটিতে ফিরলেন বেনজির ভুট্টো।
তার দলের লাখো নেতা-কর্মী সংবর্ধনা জানিয়েছে নেচে-গেয়ে। এটা আজ নতুন খবর নয়।
বেনজির দেশে ফিরেছেন তার দেশের সামরিক শাসক পারভেজ মোশাররফের সঙ্গে আঁতাত করে। বিনিময়ে মোশাররফ তার ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো তুলে নেবেন। আর মোশাররফকে পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে মেনে নেবেন বেনজির।
আমাদের বাংলাদেশের দুই নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়ার মতো পাকিস্তানের দু্ই প্রধান নেতা বেনজির ও নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সামরিক শাসককে বৈধতা ও আরো ৫ বছর ক্ষমতায় রাখার শর্তে দুর্নীতির দায় থেকে শেষ পর্যন্ত বেনজির রেহাই পাবেন কিনা তা সামনের দিনগুলো বলে দেবে। অথবা সামরিক শাসকের সঙ্গে সমঝোতা করে নিজের দাবিমতো বেনজির পাকিস্তানে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন কিনা সেটাও আগামীতে আমরা দেখতে পাবো।
কিন্তু প্রশ্ন হলো রাজনীতির এ পর্যন্ত লড়াইয়ে কে জিতলেন? বেনজির নাকি মোশাররফ? আমি এখনো এ ব্যাপারে দ্বিধান্বিত। কখনো মনে হয় জিতেছেন মোশাররফ।
কারণ তিনি ক্ষমতায় থাকার আরও সময় পেলেন। আবার মনে হয় বেনজির। কারণ তিনি আবার রাজনীতিতে ফিরতে পারলেন। আপনাদের কি মনে হয়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।