জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতকবলিত হতদরিদ্র মানুষের সেবায় বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর মহাসচিব আল্লামা আবদুল জব্বার জাহানাবাদী। তিনি বলেন, শীতে জর্জরিত দরিদ্র পীড়িত মানুষকে শীতবস্ত্র ও কম্বল প্রদান করা প্রতিটি বিত্তবান মুমিন মুসলমানের ইমানি দায়িত্ব। গতকাল বেফাক কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পীর মাওলানা আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নুর মুহাম্মাদ, মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা আ ক ম আশরাফুল হক প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।