সীতাকুণ্ডে বাসের চাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় ব্যারিকেড দিয়ে বেপরোয়াভাবে শতাধিক গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগ করেন। এদিকে বেপরোয়াভাবে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে ২৪ ঘণ্টার বাস ধর্মঘট ডেকেছে চট্টগ্রামে আন্তঃজেলা বাস মালিক সমিতি। আজ ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। তবে নগরীতে অভ্যন্তরীণ গাড়ি চলাচল করবে বলে জানা গেছে।
আন্তঃজেলা বাস মালিক সমিতির কর্মকর্তা মনোয়ার আহমেদ জানান, সীতাকুণ্ডে শতাধিক গাড়ি ভাঙচুর করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কিছু গাড়ি এমনভাবে ভাঙচুর করা হয়েছে যা মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। এর প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়া হবে না এবং বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা কোনো বাসকেও চট্টগ্রামে ঢুকতে দেওয়া হবে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বাইপাস এলাকায় স্টার লাইনের একটি বাসের চাপায় আইইউসির এক শিক্ষার্থী নিহত হন। এ খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বেপরোয়াভাবে গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অবরোধে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাও সময়মতো ঘটনাস্থলে যেতে পারেননি। এদিকে গতকাল বেলা ১টার দিকে স্থানীয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ব্যারিকেড তুলে নেওয়া হয়। এদিকে বরিশাল থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মাহিলাড়া ইউনিয়নের কামাল বেপারীর স্ত্রী বিউটি বেগম (৩০) ও তার ছেলে ফেরদৌস (২)। গৌরনদী হাইওয়ে থানার এসআই হুমায়ুন কবির জানান, বিউটি বেগমের বাবার বাড়ি খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামে। সেখানে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে শিশুপুত্রকে নিয়ে গতকাল সাড়ে ১২টার দিকে তিনি টেম্পোযোগে ইল্লা বাসস্ট্যান্ডে আসেন। এ সময় বরিশালগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিউটি বেগম এবং তার কোলে থাকা শিশুপুত্রের। পুলিশ ট্রাকটি আটক করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।