বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, পৃথিবীর কোথাও এমন নজির নেই যে একটি সংসদ বহাল রেখে আরেকটি সংসদীয় নির্বাচন হতে পারে। এতে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।
আগামী নির্বাচন করার বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে দেশে সংঘাত, অনিশ্চয়তা, অস্থিরতা বাড়বে, বিনিয়োগ কমে যাবে, অর্থনৈতিক কর্মকাণ্ডে শিথিলতা আসবে, মন্দা দেখা যাবে এবং সাধারণ মানুষের জীবনে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কারণে বাংলাদেশে গণতন্ত্রের প্রক্রিয়া হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। মওদুদ গতকাল নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।