আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষে সুসংহত জুভেন্টাস

আর্তুরো ভিদালের জোড়া গোলে শনিবার রাতে জুভেন্টাস ৪-২ গোলে হারায় সাম্পদোরিয়াকে। এ নিয়ে ইতালির শীর্ষ লিগে টানা ১২ ম্যাচে জিতলো আন্তোনিও কোনতের দল।

আগের ম্যাচে মাত্তিয়া দেস্ত্রো, কেভিন স্ট্রুটমান ও আদেম লিয়াইচের গোলে লিভোরনোকে ৩-০ গোলে হারায় এএস রোমা।

তুরিনোর জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে দলকে এগিয়ে নেন ভিদাল। ছয় মিনিট পর হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দো লরেন্তে।

আন্দ্রেয়া বারজাগলির আত্মঘাতি গোলে খেলায় ফিরে অতিথিরা। বিরতির আগে পেনাল্টি থেকে মৌসুমের দশম গোলটি করেন ভিদাল।

ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান আবার কমিয়েছিলেন মানোলো গাব্বিয়াদিনি। তিন মিনিট পর এই স্ট্রাইকারের দূরপাল্লার শট বারে না লাগলে সমতায় ফিরতো সাম্পদোরিয়া। তবে এর কিছু পরেই মিডফিল্ডার পল পোগবার গোলে জুভেন্টাসের জয় নিশ্চিত হয়ে যায়।

২০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে জুভেন্টাস রোমার চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।