আমাদের কথা খুঁজে নিন

   

রোববার খাগড়াছড়িতে হরতাল

শনিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনের জেলা আহ্বায়ক আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সংশোধনীর ফলে ভুমি কমিশনের বিচারিক প্যানেলে পাহাড়িদের একচ্ছত্র প্রভাব সৃষ্টি হবে। সেই সঙ্গে পাহাড়িদের প্রথাগত ভুমি অধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে।”
ভূমি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করে অবিলম্বে এ খসড়ার সংশোধনী প্রত্যাহারের দাবি জানান মজিদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে মোট জনগোষ্ঠির অর্ধেক বাঙ্গালীদের বঞ্চিত করে উপজাতিদের স্বার্থ রক্ষায় একতরফাভাবে আইন অনুমোদন করা হলে পার্বত্যাঞ্চলে আবারো অশান্তি সৃষ্টি হবে।
একই দাবিতে ৩০ মে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধ করে সংগঠনটি।
গত ২৭ মে মন্ত্রিসভার বৈঠকে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনের খসড়া অনুমোদিত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।