আমাদের কথা খুঁজে নিন

   

ফাগুনের দহন ।। শাফিক আফতাব ।।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তুমি আসলে না__ফাগুন পাঠালে,
ভালোবাসলে না__আগুন জ্বললো ;
তুমি হাসলে না__ফাগুন বিকেলে,
আমার ফাগুনবেলা__ ভণ্ডুল হলো।

তুমি আসলে না __গোলাপ পাঠালে,
নিবিড় হলে না__দহনে পুড়লাম ;
আটকালে না __ প্রেমের জালে,
ব্যর্থ শব্দের ___মালা গাঁথলাম।



তুমি আসলে না__দিলেনা প্রেম,
অনুভবহীন এক__কঙ্কাল হলাম ;
কত সুখী দেখি __ চারপাশের মেম,
সারাটি ফাগুনে __ আমি ঘুমোলাম।

তুমি আসলে না__দিলেনা সুধা ;
দহন বাড়লো__বাড়লো ক্ষুধা।
১৯.০১.২০১৪

ফাগুনের দহন
। । শাফিক আফতাব ।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।