আমাদের কথা খুঁজে নিন

   

ফতুল্লা সাভারে শ্রমিক অসন্তোষ

ফতুল্লা ও সাভারে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে ফতুল্লায় কারখানায় ভাঙচুর হয়। অন্যদিকে মজুরি না দেওয়ায় সাভারে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। এ সংক্রান্ত প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-

নারায়ণগঞ্জ : শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে ফতুল্লার কুতুবআইল শিল্প এলাকায় অবস্থিত রপ্তানিমুখী গার্মেন্ট মেট্রো গ্রুপে গতকাল সকালে অসন্তোষ দেখা দেয়। এর আগে শনিবার রাতে কারখানার ভেতরে শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সকালে মেট্রো গ্রুপের এইস আর মেট্রো নিটিং ডাইংয়ের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) আতিকুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। শ্রমিকরা জানান, মালিক পক্ষ অতিরিক্ত চার ঘণ্টা সময় কাজ করিয়ে কোনো ওভারটাইম দেয় না। এ নিয়ে আন্দোলন করলে শনিবার রাতে মালিক পক্ষ তিন শ্রমিককে কারখানা থেকে বের করে দেয়। তখন শ্রমিকরা কারখানার ভেতরে ভাঙচুর করে। শ্রমিকদের দাবি, বের করে দেওয়া শ্রমিকদের আবার কারখানায় ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে ৮ ঘণ্টার পর অতিরিক্ত কাজ করানো হলে অভারটাইম দিতে হবে। আর নয়তো অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাসুদ আহমেদ মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সাভার : সাভারে উৎপাদন বোনাস ও শ্রমিক নির্যাতনের অভিযোগে মনি গ্রুপের একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। গতকাল সকালে কারখানায় গিয়ে কাজে যোগ না দিয়ে পৌর এলাকার মজিদপুরে অবিস্থত মনি গ্রুপের প্রতিষ্ঠান গালিমপুর নিটিংয়ের শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানিয়েছেন, উৎপাদন বোনাস কম দেওয়ার প্রতিবাদে টানা কয়েক দিন ধরেই তারা বিক্ষোভ করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ ৪ শ্রমিককে ধরে নিয়ে নির্যাতন চালায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.