আমাদের কথা খুঁজে নিন

   

সাহারা মরুভূমি থেকে ৮৭ জনের লাশ উদ্ধার

সাহারা মরুভূমি পাড়ি দেওয়ার সময় তৃষ্ণায় নিহত ৮৭ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। নাইজার থেকে আলজেরিয়া যাওয়ার পথে গাড়ি বিকল হয়ে যাওয়ায় তাদের এই মর্মান্তিক মৃতৃ্য হয়। উদ্ধার কাজে নিয়োজিত এক ব্যক্তি জানান, মৃতদেহগুলোর অধিকাংশই বিকৃত হয়ে গেছে। অনেক মৃতদেহই শিয়াল বা অন্য কোনো প্রাণী আংশিক খেয়ে ফেলেছে। নিহতরা অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। নাইজার বিশ্বের অন্যতম দরিদ্রপীড়িত দেশ। দেশটিতে পরপর কয়েকবার খাদ্য সংকট হয়েছে। নাইজার সাব-সাহারা থেকে আফ্রিকায় যাওয়ার একটি জনপ্রিয় রুট। জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের মতে, চলতি বছর মার্চ থেকে আগস্টের মধ্যবর্তী সময়ে অন্তত ৩০ হাজার অর্থনৈতিক অভিবাসী আগাদেজ দিয়ে দেশত্যাগ করেছে। বিবিসি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.