আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে অস্ত্রসহ আটক যুবলীগ নেতাদের ছেড়ে দ

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) অস্ত্র নিয়ে প্রবেশ করার অপরাধে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য সোহেল পারভেজসহ ৫ জনকে ৩টি আগ্নেয়াস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে বেপজা কর্তৃপক্ষ। অবশ্য পরে স্থানীয় এমপির অনুরোধে দুটি অস্ত্রসহ ২ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুর আড়াইটার দিকে ডিইপিজেডের নতুন জোনের শান্তা ইন্ডাস্ট্রিজ কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়। জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ও কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য সোহেল পারভেজ, রিয়াজ মিনহা ও আবদুল হকসহ ১০-১২ জন দুটি জিপ গাড়ি নিয়ে ঝুট আনার জন্য ইপিজেডের ভেতর প্রবেশ করে। এ সময় নিরাপত্তা কর্মীরা বাধা দিলে রিয়াজ মিনহা এক নিরাপত্তা কর্মকর্তার মাথায় রিভলবার ঠেকিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশের চেষ্টা করলে অন্য নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থল থেকে ৩টি আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে আটক করে। খবর দিলে আশুলিয়ার থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তবে সরেজমিন আশুলিয়া থানায় গিয়ে একটি লাইসেন্সকৃত শটগানসহ দুজনকে ওসি তদন্তের কক্ষে বসে থাকতে দেখা গেছে। এ ঘটনায় ঝুট ব্যবসায়ী আকবর মৃধা বাংলাদেশ প্রতিদিনকে জানান, সোহেল পারভেজসহ ১০-১৫ জন ব্যক্তি আমার ব্যবসা দখল করার জন্য অস্ত্রসহ ডিইপিজেড এলাকায় প্রবেশ করে আমার লোকজনকে মারধর করে। আমি বিষয়টি বেপজা কর্তৃপক্ষকে জানালে তারা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। তবে তিনি অভিযোগ করেন, পুলিশ প্রথমে ৫ জনকে আটক করলেও স্থানীয় সংসদ সদস্যের অনুরোধে অবৈধ অস্ত্রসহ ২ জনকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে ডা. এনামুর রহমান বলেন, আমি আশুলিয়া থানার ওসিকে ঝুট ব্যবসা নিয়ে কোনো প্রকার ঝামেলা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, দুুপুরে যুবলীগ নেতা সোহেল পারভেজ একটি রিভলবার নিয়ে ইপিজেড এলাকায় প্রবেশ করলে বেপজা কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, বেপজা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.