রোববার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মিন্টুর জামিন দেন ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।
তবে মিন্টুর বিরুদ্ধে আরো মামলা থাকায় তিনি এখনই কারাগার থেকে বেরোতে পারছেন না বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।
গত বছরের ৫ মে মতিঝিলে হেফাজতের তাণ্ডবের সময় থানায় অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা ও ভাংচুরের ঘটনায় চারটি মামলা করে পুলিশ।
এর মধ্যে বৃহস্পতিবার একটি মামলায় তাকে জামিন দিয়েছে আদালত।
সেদিন তার অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবদিকদের বলেন, “মতিঝিলের ঘটনা ঘটেছে ৫ মে। আর আব্দুল আউয়াল মিন্টু ২ থেকে ১৩ মে পর্যন্ত চিকিৎসার জন্য দেশের বাইরে ছিল। এর প্রমাণ হিসেবে আমরা আদালতে তার পাসপোর্ট জমা দিয়েছি। সবকিছু বিবেচনা করে আদালত তাকে জামিন দিয়েছেন।”
গত ৮ নভেম্বর খালেদা জিয়ার বাসা থেকে বের হওয়ার পর গ্রেপ্তার হন ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।