আমাদের কথা খুঁজে নিন

   

হাল্কা প্রকৌশল শিল্পের উন্নয়নে নতুন ভন্ডামি



হালকা প্রকৌশল খাতের উদ্যোক্তাদের জন্য আরও তিন কোটি টাকার ঋণ বরাদ্দ করেছে এসএমই ফাউন্ডেশন। তবে রাজধানীর ধোলাইখাল ও পার্শ্ববর্তী এলাকার হালকা প্রকৌশল শিল্প খাতের উদ্যোক্তারাই এ অর্থ পাবেন। এই এলাকার হালকা প্রকৌশল খাতের উদ্যোক্তারা বরাদ্দ হওয়া অর্থ থেকে জামানতবিহীন এবং এক অঙ্কের সুদের ঋণ পাবেন।
এ বিষয়ে এসএমই ফাউন্ডেশন এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে।
-----আজকের প্রথম আলোয় প্রকাশিত খবর।



খুব ভালো উদ্যোগ। এমএমই ফাউন্ডেশনের তারিফ না করে পারছিনা। তারা মাইডাস ফ্যাইন্যান্সিংকে দায়িত্ব দিয়েছে। হাল্কা প্রকৌশল শিল্পের উন্নতির জন্য এক অঙ্কের হার সুদে ফান্ড এরাইজ করার দায়িত্ব দেয়া হয়েছে কাবুলিওয়ালাকে। ধোলাইখাল ও তার পার্শ্ববর্তী এলাকায় এরকম শিল্প আছে কয়েক হাজার আর ফান্ড দেয়া হয়েছে মাত্র ৩ কোটি টাকা।

সারা দেশের বাকীগুলা মুড়ি খাক। তো দেখা যাক কারা এই ফান্ডের সুবিধাভোগি হবে আর মাইডাস ফ্যাইন্যান্সিং এর দ্বারা কি পরিমানে লাভবান হবে।

উক্ত এলাকায় এক শ্রেণীর ট্রেডিং ব্যবসায়ী আছেন যারা আমদানিকৃত রিকন্ডিশন অটোমোবাইল স্পেয়ার পার্টস/ মেশিনের পার্টস এবং ঢাকা শহরের সব গাড়ি চোর বা নতুন গাড়ির পার্টস চোরদের কাছ থেকে ক্রয়কৃত পার্টস এর ব্যবসা করেন। আমদানীকারকরের কাছ থেকে বাকীতে নেয়া মাল সহ দোকানের ষ্টক দেখিয়ে দেবেন ১/১.৫ কোটি টাকা, দোকানের ডিডে এডভান্স দেখিয়ে দেবেন ৫ লাখ টাকা, এছাড়াও তাদের ব্যাংক ট্রাঞ্জেকশন ও মাশাআল্লাহ্‌ বছরে কোটি টাকার কম হবেনা।

আবার আরেক শ্রেণীর ব্যবসায়ী আছেন যাদের ছোটখাট কারখানা/ওয়ার্কশপ আছে এবং যেকোন কিছু যেমন কোন মেশিন বা মেশিনের পার্টস/অটোমোবাইল স্পেয়ার পার্টস একবার দেখলেই হবে তারপর নিজেই হুবুহু বানিয়ে ফেলে।

অনেকেই আছে যাদের হয়ত একটা দুইটা লেদ ও অন্যান্য টুলস/ইকুইপমেন্ট আছে শুধু একটা মিলিং মেশিন বা সারফেস গ্রাইন্ডিং মেশিন প্রয়োজন। কিন্তু ৫/৬ লাখ টাকা একসাথে জোগাড় করতে পারেনা বলে মেশিন কেনা সম্ভব হয়না ফলে অন্য জায়গায় দৌড়াতে হয়। তেমন কোন এসেট নেই, ব্যাংক ট্রাঞ্জেকশন তো দুরের কথা।

তো এখন মাইডাস ফ্যাইন্যান্সিং কাকে ফান্ড এরাইজ করবে? হাহ্‌, হাল্কা প্রকৌশল শিল্পের উন্নয়ন। তা এটা হোক বা না হোক মাইডাস ফ্যাইন্যান্সিং ১৮% ইন্টারেস্টে লোন দিয়ে প্রথম বর্ননার ব্যবসায়ীদের ফান্ড এরাইজ করে তাদের প্রফিট ঠিকই ঘরে তুলে নেবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.