আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যা কায়ার মায়ার বাঁধন

বোকারা ভাবে তারা চালাক, চালাকরা ভাবে তারা চালাক। আসলে সবাই বোকা। বোকার রাজ্যে আমাদের বসবাস

তাহার ছায়া খুঁজি আমি
মিথ্যা কায়ার মাঝে,
মায়ার বাঁধন গড়তে গিয়ে
নিঃস্ব তাহার কাছে।

মায়ার বাঁধন ছিন্ন করে
থাকবো কেমনে বল,
তুমিহীনা আঁধার জীবন
তোমার মাঝেই আলো।

যত মিথ্যা বলি না কেন
জানো তুমি তা ভালো,
আমার চেয়ে আমি তোমায়
বেসেছি যে কত ভালো।
যতবার ভাবি গোছাবো জীবন
ততটাই হয় এলোমেলো,
এরই মাঝে নতুন স্বপ্ন
কষ্টে পোড়ায় কেন?

যতোটা জ্বালা সইতে পারি
তারো বেশী কেন দ্বারে?
ভালোবাসার মিথ্যা মায়া
কাঁদায় বারে বারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.