আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটের ওয়ানডে ঢাকায়

১৭ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচনা হওয়ার কথা ছিল।

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সিলেট বিভাগীয় স্টেডিয়ামের থেকে ঢাকার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি সরিয়ে আনার কথা জানান।

এর আগে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানিয়েছিলেন, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে নয়, বরং শুধু একটা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা দল সিলেটে খেলতে যেতে চায়নি।

দু'টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী বছরের ২৪ জানুয়ারি বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা।

২৭ জানুয়ারি শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

৪ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১২ ও ১৪ ফেব্রুয়ারি দিবা-রাত্রির দু'টি টি-টোয়েন্টি ম্যাচ হবে।

১৭ ফেব্রুয়ারি শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২০ ও ২২ ফেব্রুয়ারি হবে শেষ দুটি ওয়ানডে। তিনটি ওয়ানডেই হবে দিবা-রাত্রির।

পাঁচ বছরের বেশি সময় পর পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল। ২০০৮ সালের ডিসেম্বের সর্বশেষ পূর্ণাঙ্গ সফরে এসেছিল তারা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।