আমাদের কথা খুঁজে নিন

   

ইভানোভিচের বিদায়, সেমিতে লি না

লি না।

মঙ্গলবার ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন জয়ী লি না কোয়ার্টার-ফাইনালে ৬-২, ৬-২ গেমে ইতালির ফ্লাভিয়া পেনেত্তাকে হারান। শেষ চারের টিকিট নিশ্চিত করতে মাত্র এক ঘণ্টা ৭ মিনিট সময় নিয়েছেন গতবারের রানারআপ। পুরো ম্যাচে তিনি ছিলেন দুর্দান্ত, সার্ভে মাত্র একবার পয়েন্ট হারিয়েছেন তিনি।

তবে 'টিনএজার' ইউজেনি বুচার্ডের হেরে গেছেন আনা ইভানোভিচ।

কানাডার বুচার্ডের বিপক্ষে প্রথম সেট জিতে ঠিকই এগিয়ে গিয়েছিলেন সার্বিয়ার ইভানোভিচ। কিন্তু সবাইকে অবাক করে পরের সেটে দারুনভাবে ঘুঁরে দাঁড়ান ১৯ বছর বয়সী বুচার্ড। আর শেষ সেটে তো প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি তিনি; ৫-৭, ৭-৫, ৬-২ গেমে জিতে প্রথম কানাডিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে ওঠেন বুচার্ড।

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবারের মতো খেলতে এসেই এমন সাফল্য সবাইকে অবাক করলেও বুচার্ডের কণ্ঠে নেই কোনো বাড়তি উচ্ছ্বাস।

আনা ইভানোভিচকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে উচ্ছ্বাস কানাডার ইউজেনি বুচার্ডের।

“পাঁচ বছর বয়স থেকে আমি টেনিস খেলছি। এমন কিছু অর্জনের জন্য জীবনের পুরোটা সময় জুড়েই আমি পরিশ্রম করে চলেছি এবং এটার জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই এটা (এই জয়) আমার জন্য কোনো বিস্ময় নয়। ”

চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে হারিয়েছিলেন চতুদর্শ বাছাই ইভানোভিচ।  

২৬ বছর বয়সী ইভানোভিচ এর ২০০৮ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন।

কিন্তু এর পর দ্বিতীয়বারের মতো তিনি কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার-ফাইনালে  উঠেছিলেন।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।