বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক নাটোর জেলা সভাপতি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু যুবলীগ নেতা পলাশ হত্যা মামলায় টানা ১৩মাস ১৩দিন কারাভোগের পর আজ বিকেল সাড়ে তিনটার দিকে জামিনে মুক্ত হয়ে নাটোরের বাসায় ফিরেছেন।
এর আগে ২০১২ সালের ৮ ডিসেম্বর রাত ১টার দিকে পুলিশ তাকে আটক করেছিল।
গত রোববার দুলুর পক্ষে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোমম্মদ আলী, সাবেক এটর্নী জেনারেল হাসান আরিফ ও অ্যাডভোকেট আমিনুল হক হেলাল হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও কে এম কামরুল কাদেরের যৌথ বেঞ্চে জামিন আবেদন করলে তাকে ছয় মাসের জামিন প্রদান করা হয়। পরে সরকার পক্ষ চেম্বার জজের কাছে জামিন স্থগীতের আবেদন করলে আগে একাধিক বার তার জামিন স্থগীত হওয়ায় সোমবার তার জামিন স্থগীতের আবেদন খারিজ করে দেয় চেম্বার জজ। ফলে তিনি আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জামিনে মুক্ত হয়ে বাসায় ফিরেন।
এ সময় বাসার সামনে সংক্ষপ্তি সমাবেশে দুলু বলেন, এই নির্বাচনে সরকারকে দেশবাসী প্রত্যাখান করেছে। ২৯ জানুয়ারী দেশের মানুষ সরকারকে কালো পতাকা দেখাবে। তিনি গত সাড়ে ১৩মাস তার মুক্তির দাবীতে আন্দোলনের জন্য নাটোরবাসীকে ধন্যবাদ জানান। তার মুক্তির জন্য হরতাল করতে গিয়ে নিহত ছাত্রদল নেতা সাইফুজ্জামান সুজনের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান। অসুস্থ্য দুলু তার জন্য নাটোরবাসীকে দোয়া করতে বলেন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা সাধারন সম্পাদক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম, প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ। পরে তিনি উন্নত চিকিত্সার জন্য ঢাকায় চলে যান।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।