আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক পরিচয়ে ভোটকেন্দ্র ঘুরলেন বিএনপি নেতা দুলু

নিক নিয়ে খেলতে মজা লাগে

গলায় সাংবাদিক কার্ড ঝোলানো রুহুল কুদ্দুস তালুকদার দুলু সমকাল রাজশাহী ব্যুরো/নাটোর প্রতিনিধি গলায় নির্বাচন কমিশন থেকে দেওয়া সাংবাদিক লেখা পরিচয়পত্র। আগে-পিছে সব দলীয় নেতা-কর্মী। এভাবেই সাংবাদিক পরিচয়ে গতকাল বুধবার নাটোর পৌরসভা নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ আলী অভিযোগ করেন, দুলু সাংবাদিক পরিচয়ে নির্বাচন কমিশনের পরিচয়পত্র নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। তিনি দুলুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।

নাটোরের জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুলু দৈনিক জনদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে পত্রিকার একটি পরিচয়পত্রসহ সাংবাদিক হিসেবে পর্যবেক্ষণ কার্ডের জন্য আবেদন করেন। বিকেলে তাকে নির্বাচন কমিশনের কার্ড দেওয়া হয়। গতকাল নাটোরে বিভিন্ন কেন্দ্রে দুলুকে সেই কার্ড গলায় ঝুলিয়ে ঢুকতে দেখা যায়। নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ে তিনি নিজের ভোটটিও সেই কার্ড গলায় ঝুলিয়েই দেন। এরপর ফুলবাগান প্রাথমিক বিদ্যালয়, শেরেবাংলা বালিকা বিদ্যালয় ও বড়গাছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে পর্যায়ক্রমে তিনি সাংবাদিক পরিচয়ে 'পর্যবেক্ষণ' করেন।

আওয়ামী লীগ নেতা হানিফ আলী অভিযোগ করেন, নাটোর থেকে প্রকাশিত দৈনিক জনদেশ পত্রিকার প্রিন্টার্স লাইনে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে রুহুল কুদ্দুস দুলুর নাম ছাপা হলেও সম্পাদক হিসেবে তার নামে কোনো ডিক্লারেশন নেই। এ প্রসঙ্গে রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, দীর্ঘদিন ধরে তিনি দৈনিক জনদেশ পত্রিকায় সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সে হিসেবে তিনি সাংবাদিক পর্যবেক্ষক কার্ড পাওয়ার অধিকার রাখেন। তবে কার্ড পেলেও তিনি তার নিজ কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্র পরিদর্শনে যাননি বলে দাবি করেন। নাটোর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুলতান আবদুল হামিদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু একটি সাংবাদিক পরিচয়পত্র দিয়ে আবেদন করায় এই পর্যবেক্ষক কার্ড দেওয়া হয়।

সম্পাদক হিসেবে দুলুর নামে ডিক্লারেশন আছে কি-না, সে বিষয়ে জানতে চাইলে নাটোরের জেলা প্রশাসক মজিবর রহমান জানান, 'এ বিষয়ে আমার কিছু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.