মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান সাবেক এই উপমন্ত্রী।
২০১২ সালের ৮ ডিসেম্বর রাতে যুবলীগ নেতা পলাশ কর্মকার (২৫) হত্যা মামলায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নাটোরের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
দুলুর আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী বলেন, “গত রোববার হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও কে এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ছয় মাসের জামিন দেন।”
নাটোরের যুবলীগ নেতা পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রাজশাহীর কারাগারে ছিলেন দুলু।
সেখানে অসুস্থ হয়ে পড়লে একমাস ধরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
দুপুর মুক্তি পর নাটোর গিয়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।