আমাদের কথা খুঁজে নিন

   

'আশিকি টু' থেকে 'তারকাঁটা'

সাম্প্রতিক আলোচিত 'আশিকি টু' ছবির 'কিউকি তুম হি হো' শীর্ষক সুপার হিট গানটি গেয়েছেন ভারতের সংগীতশিল্পী পালাক। এই ছবিতে গান গেয়েই রাতারাতি আলোচনায় চলে আসেন পালাক। বর্তমানে তিনি 'জয় হো'সহ একের পর এক ছবির গানে কণ্ঠ দিয়ে দিনে দিনে গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ছবিতেও গান গেয়েছেন তিনি। 'তারকাঁটা' নামের ছবিটি পরিচালনা করছেন মুহাম্মদ মুস্তফা কামাল রাজ।

পরিচালক রাজ ভারতে গিয়ে পালাক-এর কণ্ঠ ধারণ করে এনেছেন। গানটির সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। 'জলসা ঘরে' শিরোনামের গানটি লিখেছেন মাহমুদ মানজুর। গানটি প্রসঙ্গে পরিচালক মুহাম্মদ মুস্তফা কামাল রাজ বলেন, আসলে 'আশিকি টু'র পালাকের গাওয়া গানটি আমার বেশ ভালো লাগে। সেখান থেকেই আগ্রহ জন্মায় পালাককে আমার ছবির একটি গানে কণ্ঠ দেওয়ার।

সেই অনুযায়ী যোগাযোগ। গানটি করে খুব তৃপ্তি পেয়েছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে। জানা যায়, 'জলসা ঘরে' পালাকের কণ্ঠের এই গানে ঠোঁট মেলাবেন 'তারকাঁটা' ছবির নায়িকা বিদ্যা সিনহা সাহা মীম।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।