আমাদের কথা খুঁজে নিন

   

গরিব লোকটাকে মৃত রাজপুত্রের সাথে কবরে রেখে সবাই চলে গেল।

We must not exist, our existance is the most impossible thing.

এক বাদশাহর ছেলে মারা গেল। প্রিয় পুত্রকে দাফন করতে হবে, বাদশাহর মন মানে না। শেষে ঘোষনা দিলেন যেই ব্যক্তি আমার মৃত ছেলের সাথে একরাত কবরে থাকবে তাকে রাজত্বের অর্ধেক লিখে দেওয়া হবে।

কেউ সাহস করে না। মৃত লাশের সাথে কবরে গিয়ে একরাত থাকতে হবে, ওরে বাবা, কি দরকার খামাখা...........হোক না অর্ধেক রাজত্ব।



শেষে এক গরিব লোক রাজি হইল, তার সম্বল বলতে দড়িতে বাঁধা একটা গাধা। একরাত্র জানের রিস্ক নিয়া যদি অর্ধেক রাজত্ব পাওয়া যায়, খারাপ কি?

গরিব লোকটাকে মৃত রাজপুত্রের সাথে কবরে রেখে সবাই চলে গেল।

মৃত রাজপুত্রকে প্রশ্ন করার জন্য যথারীতি দুই ফেরেশতা মুনকার নকির (আঃ) আসলেন। উনারা দেখলেন কবরের মধ্যে মৃত লাশের সাথে জীবিত একলোক ............ বিরাট সমস্যা, প্রশ্ন কাকে করবেন, মৃত ব্যক্তিকে না জীবিত ব্যক্তিকে।

অবশেষে নিজেদের মধ্যে পরামর্শ করে উনারা ঠিক করলেন জীবিত লোকটাকে প্রশ্ন করি চল।



প্রথম প্রশ্ঃ তোমার হাতে এইটা কি? (জীবিত লোকটার হাতে গাধার দড়িটা ছিল, সেটা নিয়েই সে কবরে চলে গিয়েছিল)

লোকটা উত্তর দিল এইটা একটা দড়ি

প্রশ্নঃ দড়ি দিয়ে কি কর?

উত্তরঃ গাধা বেঁধে রাখি

প্রশ্নঃ দড়ি কি দিয়ে তৈরি?

উত্তরঃ পাট দিয়ে।

প্রশ্নঃ কিভাবে দড়ির মালিকানা পাইলা?

উত্তরঃ এক দিরহাম দিয়ে কিনছি।

প্রশ্নঃ সেই এক দিরহাম কৈ থেকে পাইলা?
..............................................................................
................................................ এইভাবে সারা রাত শুধু এক দড়ির উপরেই প্রশ্ন চলল।

পরের দিন সকালে যখন বাদশাহ লোকজন সহ পুত্রের কবরের কাছে গেলেন, তারা দেখতে পাইলেন গরিব লোকটি তখনও জীবিত আছে, সবাই তো খুব খুশি, বাদশাহ গরিব লোকটিকে জড়িয়ে ধরলেন...

এরপর চুক্তিমত যখন রাজত্বের অর্ধেক লিখে দিতে চাইলেন, গরিব লোকটি বলল, "মশকরা করেন আমার লগে !!? আমারে সারা রাত শুধু দড়ি নিয়াই প্রশ্ন করছে ফেরেশতারা, সারারাত ধইরা প্গারশ্ধান করার পরেও পর্যন্ত যাইতে পারে নাই। এখন আপনের অর্ধেক রাজত্ব নিয়া মরমু নাকি?, বেকুব পাইছেন আমারে?"

[গল্পটা সম্প্রতি অস্ট্রেলিয়ার এক আলেমের কাছে শোনা, বর্ননাকারী এটি সত্য ঘটনা নাকি শিক্ষামূলক কাহিনী তা স্পষ্ট করে বলেন নাই]





অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.