আমাদের কথা খুঁজে নিন

   

আবারও হ্যাকিং দুর্যোগে মাইক্রোসফট

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিজস্ব ব্লগ এসইএ কর্তৃক হ্যাক হবার ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিকৃয়া জানায়নি মাইক্রোসফট।

অন্যদিকে দি ভার্জ জানিয়েছে, মাইক্রোসফটের ব্লগ হ্যাক হবার পর ‘হ্যাকড বাই সিরিয়ান ইলেকট্রনিক আর্মি’ লেখা একাধিক পোস্ট ব্লগটিতে শেয়ার করেছিল এসইএ।

এর আগে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে মাইক্রোসফটকে সাবধান করে দিয়েছিল এসইএ। কেবল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেই যে এসইএ খান্ত দিচ্ছে না তা ওই টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক টুইটে সরাসরি জানিয়ে দিয়েছিল হ্যাকাররা।

ওই ঘটনায় স্বল্পসংখ্যক মাইক্রোসফট কর্মীর অ্যাকাউন্ট বেহাত হলেও প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের ক্রেতা এবং সেবা গ্রাহকদের তথ্য নিরাপদ আছে বলেই দাবি করা হয়েছিল মাইক্রোসফটের পক্ষ থেকে।

এর আগে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পর ব্লগের নিরাপত্তা বাড়াতে সাইটটি নতুন করে ডিজাইন করেছিল মাইক্রোসফট। সেই নতুন ব্লগই হ্যাক করেছে এসইএ।

সাম্প্রতিক সময়ে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এবং মার্কিন সরকারের সঙ্গে সাইবার অপরাধ বিরোধী জোট গড়ে সমালোচক-ক্রেতা উভয় পক্ষের কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছিল মাইক্রোসফট। কিন্তু এসইএ-র কাছে সাম্প্রতিক সময়ে একাধিকবার হেনস্তা হওয়ার ঘটনায় সাইবার অপরাধ ঠেকাতে মাইক্রোসফটের সাফল্য এখন প্রশ্নবিধ্য। এমনকি মাইক্রোসফট যেখানে নিজেদের ব্লগ এবং টুইটার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না সেখানে বিশ্বব্যাপী বিপুল সংখ্যক গ্রাহক ও ক্রেতার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে এমন প্রশ্নও তুলেছেন সমালোচকরা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.