আমাদের কথা খুঁজে নিন

   

অরিজিনাল ক্যাসিও সায়েন্টিফিক ক্যালকুলেটর চিনার উপায়

আমি আমার মত ক্যালকুলেটর কিনতে গিয়ে নকল মালের খপ্পরে পড়েননি এরকম পাবলিক খুব কমই আছেন। আশা করি নিচের ট্রিকসটি অনুসরণ করলে সহজেই আসল ক্যালকুলেটর চিনতে পারবেনঃ • প্রথমে ON বাটন চেপে ক্যালকুলেটরটি অন করুন। • এবার Shift+7+ON একসঙ্গে চাপুন। • ডিসপ্লে কাল হয়ে গেলে 1 না আসা পর্যন্ত Shift বাটনটি চাপতে থাকুন। • ডিসপ্লেতে 1 আসলে পরের বাটনগুলো একে একে চাপতে থাকুন (ON বাটন বাদে), দেখুন ডিসপ্লেতে 2,3,4…….. ইত্যাদি পরপর আসছে অর্থাৎ বাটনগুলো চেক হচ্ছে।

• যাদের ক্যালকুলেটরে চার অ্যারো কি সমৃদ্ধ Replay বাটন আছে তারা Mode বাটনের পর Replay বাটনের নিচের অ্যারো কি’টি বাদে উপরের ৩ টি অ্যারো কি চাপুন। আর নিচের অ্যারো কি বাটনটি “CONST” বাটনের পরে চেক করুন। • এভাবে Shift থেকে Ans পর্যন্ত সব বাটন চেক হয়ে গেলে সবশেষে = বাটনটি চাপুন। • ডিসপ্লেতে OK আসলে ON বাটনটি চাপুন। মজার ব্যাপার হল নকল ক্যাসিও ক্যালকুলেটর Shift+7+ON কম্যান্ড বুঝতে পারেনা।

তাই আমরা ক্যাসিও ক্যালকুলেটর কিনার আগে এই ট্রিক্সস ফলো করে নকল ক্যাসিও ক্যালকুলেটরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিবো। সংকলিত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.