আমি আমার মত ক্যালকুলেটর কিনতে গিয়ে নকল মালের খপ্পরে পড়েননি এরকম পাবলিক খুব কমই আছেন। আশা করি নিচের ট্রিকসটি অনুসরণ করলে সহজেই আসল ক্যালকুলেটর চিনতে পারবেনঃ
• প্রথমে ON বাটন চেপে ক্যালকুলেটরটি অন করুন।
• এবার Shift+7+ON একসঙ্গে চাপুন।
• ডিসপ্লে কাল হয়ে গেলে 1 না আসা পর্যন্ত Shift বাটনটি চাপতে থাকুন।
• ডিসপ্লেতে 1 আসলে পরের বাটনগুলো একে একে চাপতে থাকুন (ON বাটন বাদে), দেখুন ডিসপ্লেতে 2,3,4…….. ইত্যাদি পরপর আসছে অর্থাৎ বাটনগুলো চেক হচ্ছে।
• যাদের ক্যালকুলেটরে চার অ্যারো কি সমৃদ্ধ Replay বাটন আছে তারা Mode বাটনের পর Replay বাটনের নিচের অ্যারো কি’টি বাদে উপরের ৩ টি অ্যারো কি চাপুন। আর নিচের অ্যারো কি বাটনটি “CONST” বাটনের পরে চেক করুন।
• এভাবে Shift থেকে Ans পর্যন্ত সব বাটন চেক হয়ে গেলে সবশেষে = বাটনটি চাপুন।
• ডিসপ্লেতে OK আসলে ON বাটনটি চাপুন।
মজার ব্যাপার হল নকল ক্যাসিও ক্যালকুলেটর Shift+7+ON কম্যান্ড বুঝতে পারেনা।
তাই আমরা ক্যাসিও ক্যালকুলেটর কিনার আগে এই ট্রিক্সস ফলো করে নকল ক্যাসিও ক্যালকুলেটরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিবো।
সংকলিত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।