উল্টোচিন্তার কথকতা
...নয়তো ভূমিকা
আচ্ছা, আমরা কবিতার গদ্য কেন লিখি? কবিতার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করবার জন্য? কবিতার বংশ পরিচয় কি? কবিতা কি জারজ সন্তান? কবিতার বাপের নাম কি? তার মা কি পতিতালয়ে থাকে? যার কোন সজ্ঞা নেই, তাকে নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ কি করে হয়? কবিতার গদ্য আসলে কি? কবিতা তো অনুভূতিরই নামান্তর; আর কবিতার পাঠক মাত্রই অনুভূতিপ্রবন। তাহলে গদ্য কেন লিখি? কেন এত হৈ চৈ করি? কবিতার মত এমন নিষ্পাপ, শান্ত মেয়েটির করি শ্লীলতাহানী। আসলে কবিতার গদ্য মুলত কবিতার বিষ্ঠা। বিষ্ঠা তো নর্দমায় থাকার কথা, আমরা তাহারে নিয়া কেন এমন চোর-পুলিশ খেলিতেছি? কেন???????????...
এই মুহূর্তে যা যা যেভাবে যেভাবে মনে পড়ছে, সেভাবেই...
১.
ঝিনুক নিরবে সহো
ঝিনুক নিরবে সহো, ঝিনুক নিরবে সহে যাও
ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্ত ফলাও
- আবুল হাসেন
২.
গায়িকা সুন্দরী হলে গানের মগ্নতা ভেঙে যায়
সকল গানের মূলে অনায়ত্ত রূপের বেদনা
তাকেই মানায়, যার বেদনার প্রতিদ্ব›দ্বী রূপ
আর্তিময় সুরে জাগে - নিঃসঙ্গ, চুম্বনহীন ঠোঁটে
গায়িকা সুন্দরী হলে গানের নগ্নতা জেগে ওঠে
-রণজিৎ দাশ
৩.
...বটের খ্যাতি কে না জানে।
বট খ্যাতিমান যতনা গুড়িতে, তারও বেশী ঝুড়ির বহরে।
-আবু হাসান শাহরিয়ার
৪.
...ফেরে না মুন্সির বেটা, ফিরে আসে
হরপ্পার চাঁদ। চাঁদেরও কলঙ্ক আছে, জীবনেরও মুদ্রণপ্রমাদ।
-আবু হাসান শাহরিয়ার
৫.
পথে পথে ঘুরি। কালো ধোঁয়ার আকাশ ফুড়ে উঁকি দিতে জানে রোদ
মা আছেন ঘরে। সংসার বৃত্তে তাঁর নিভৃত অভিমানের জীবন।
সন্ত চাদরে যেন না পড়ে দাগ- প্রতিদিন ঘসেন- মাজেন। ফোটা বালু হয় তবু কালো এভারেস্ট; যেন মা’র মানুষ হতে নেই, আজন্ম ‘মা’ হয়ে থাকা
- রুদ্র আরিফ
৬.
অতোটুকু চায়নি বালিকা!
অতো শোভা, অতো স্বাধীনতা!
চেয়েছিলো আরো কিছু কম;
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিলো
মা বকুক, বাবা তার বেদনা দেখুক।
অতোটুকু চায়নি বালিকা!
অতো হৈ রৈ লোক, অতো ভীর, অতো সমাগম!
চেয়েছিলো আরো কিছু কম!
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিলো
একটি পুরুষ তাকে বলুক রমণী।
-আবুল হাসান
৭.
তোমার মুখ এতই পিচ্ছিল
চোখ ফসকে গেলো
- আমজাদ সুজন
৮.
তোমার শরীর সে তো বিরল উনুন
প্রতিবার আগুনরঙা আলিঙ্গনের পর
থাকে শুধু সাদা ছাই
-শফিউল শাহীন
৯.
...মিডিয়ায় পাখি নেই,
মশারাই খ্যাতির শিখরে। দুয়ারে ধর্মের ষাঁড়, উলুবনে চামচিকে ওড়ে।
- আবু হাসান শাহরিয়ার
১০.
...তোমাকে ঘষিব ব’লে কিনিয়াছি পিতল-পালিশ। মেঝেতে
মাদুর পাতো, লাগিবে না বিছানা-বালিশ।
- আবু হাসান শাহরিয়ার
১১.
মন মানে না বৃষ্টি হলো এত
সমস্ত রাত ডুবো-নদীর পারে
আমি তোমার স্বপ্নে পাওয়া আঙুল
স্পর্শ করি জলের অধিকারে।
- উৎপলকুমার বসু
১২.
কহিতে বারণ আছে, সব কথা কহতব্য নয়। সহিতে পারি না তাই
সব কথা কহিতে বারণ।
দেবতারা চাকরি করে সনাতন মনুসংহিতায়। যে কথা কহে না কেহ, আমি যদি সেই কথা কই? সহিতে পারিলে ভালো, না সহিলে বিবাহ-বিচ্ছেদ। জগতে সকল প্রাণী বহুগামী, কেন তবে মানুষেরা নয়? যে যত মানুষ তার তত বেশী লোকনিন্দাভয়।
-আবু হাসান শাহরিয়ার
১৩.
রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি
বাপ-ব্যাটা দু’ভাই মিলে সারা পাড়া মাথায় করি
করি তো কার তাতে কি? আমরা তো সামান্য লোক
আমাদের শুকনো ভাতে লবণের ব্যাবস্থা হোক।
-জয় গোস্বামী
১৪.
আমার কি অদ্ভুত অসুখ
চোখের জলের স্বাদ নোনতা লাগে!
-রমন রসিক
১৫.
টলোমলো নদীর পানি, চাঁদের মৃণাল হাসি
মাঝির ব্যাটা অনার্স পড়ি, কোকিল ভালোবাসি।
-ইমরান মাঝি
১৬.
শূণ্যের সঙ্গে যতবার শূণ্যের গুণ, ততবারই শূণ্য হয়
- সঈফ ইবনে রফিক
(অসমাপ্ত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।