আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপ চাইলে উস্কানি নয়: কাদের

বৃহস্পতিবার সচিবালয়ে এক সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত লি জুন রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের জন্য বিরোধীপক্ষের সঙ্গে ‘গঠনমূলক’ সংলাপের আহ্বান জানানোর পর সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কাদের বলেন “যদি ডায়ালগ চান তাহলে উস্কানিমূলক বক্তব্য থেকে সরে আসতে হবে, ডায়ালগের পরিবেশ সৃষ্টি করে খোলামন নিয়ে আসতে হবে। ”

দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার সম্পর্কে বিএনপি নেতারা যে বক্তব্য দিচ্ছেন তা অব্যাহত থাকলে আলোচনার পরিবেশ তৈরি হবে না বলে মনে করেন যোগাযোগমন্ত্রী।  

“একদিকে ডায়ালগের কথা বলবেন, অন্যদিকে সরকারকে অবৈধ বলবেন, অবৈধ সরকারের সাথে কিভাবে ডায়ালগ করবেন, এটা তো দ্বিচারিতা,” বলেন তিনি।

সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত ‘কনস্ট্রাকটিভ ডায়ালগের’ কথা বলেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “আলাপ-আলোচনার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই।

কিন্তু আলাপ আলোচনার পরিবেশটা যাতে নষ্ট না হয়, উস্কানিমূলক না হয় সেটা মনে রাখতে হবে। ”

সাতক্ষীরায় যৌথ অভিযান নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোনা করে মন্ত্রী বলেন, “তিনি প্রতিবেশী দেশের সিকিউরিটি ফোর্সের আসার কথা বলছেন, এ ধরনের মন্তব্য দেশের জন্য অসম্মানজনক এবং খুবই বিপজ্জনক।

“এগুলো বলে ডায়ালগের পরিবেশ নষ্ট করছেন। তিনি বলছেন, সরকার হিন্দুদের ওপর আক্রমণ করেছে। সরকার কেন হিন্দুদের ওপর আক্রমণ করতে চাইবে, এগুলো কি বোকাও বিশ্বাস করবে?”

সাতক্ষীরায় যৌথ অভিযানে ভারতীয় বাহিনী জড়িত বলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় দৈনিক ইনকিলাবের তিন সাংবাদিককে গ্রেপ্তার করে পুলিশ।

পত্রিকাটির প্রকাশও বন্ধ হয়ে যায়।

ইনকিলাব বন্ধের সমালোচনা করে সোহরাওয়ার্দী উদ্যানের ওই সমাবেশে খালেদা জিয়া বলেন, “সাতক্ষীরায় অভিযানে আদৌ যৌথবাহিনী ছিল কি না, তা সঠিক করে কেউ বলতে পারে না, মানুষের মনে অনেক সন্দেহ। ”

বিএনপির কয়েক নেতার মুক্তি পাওয়ার দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, “পরিবেশ সামনের দিকে আরো ভাল হবে। সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ ছাড়া আটক নেতারা মুক্তি পেতে শুরু করেছেন। তবে নেতা হিসেবে তার মুখ থেকে এ ধরনের বক্তব্য আলাপ-আলোচনার অন্তরায়।

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে চীন কারিগরি সহায়তার প্রস্তাব দিয়েছে। বৈঠকে তাদের প্রস্তাব নিয়ে কথা হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।