আমাদের কথা খুঁজে নিন

   

নতুন উপায়ে propose



১. নতুন উপায়ে propose

ছেলেঃ আপনি দেখতে ঠিক আমার স্ত্রীর মত।
মেয়েঃ তাই!! আপনার স্ত্রীর নাম কি?
ছেলেঃ আমি এখনো বিয়ে করি নাই।
মেয়েঃ (লাজুক হেসে) আপনি অনেক দুষ্ট!!!”
কলেজের প্রথম দিন ছাত্রছাত্রীদের উদ্দেশে বলছেন ডিন:


২. ছেলেরা মেয়েদের হোস্টেলে এবং মেয়েরা ছেলেদের হোস্টেলে ঢুকতে পারবে না। যদি প্রথমবারের মতো কেউ এই নিয়ম ভঙ্গ করে, তাহলে তাকে ২৫০ টাকা জরিমানা করা হবে।

যদি দ্বিতীয়বারের মতো কেউ এই নিয়ম ভঙ্গ করে, তাহলে তাকে ৫০০ টাকা জরিমানা করা হবে।


আর কেউ তৃতীয়বারের মতো এই নিয়ম ভঙ্গ করলে তাকে ১০০০ টাকা জরিমানা করা হবে।
এমন সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ছাত্র জিজ্ঞেস করল, পুরো বছরের জন্য গেট পাস নিতে কত লাগবে?

৩. হামিদা খুব একটা ভালো ছাত্রী না, ক্লাসে ঘুমায়।


একদিন ক্লাসে হামিদা ঘুমিয়ে পড়লে ক্লাসটিচার তাকে জিজ্ঞাস করলো, “পৃথিবী কে তৈরি করছে?”
যে মুহুর্তে হামিদা উত্তর দিবে ঠিক তখন পিছন থেকে বজ্জাত কালু পিন দিয়ে পাছার মধ্যে দিছে এক গুতা। গুতা খেয়ে হামিদা চিৎকার করে বলে ওঠে “ওহ গড………”।
ক্লাসটিচার সন্তুষ্ট হয়ে বললেন ” ভেরী গুড”

কিছুক্ষন পর আবার ঘুমিয়ে পড়লে ক্লাসটিচার প্রশ্ন করলেন, “কে তোমাকে জন্ম দিয়েছেন?” হামিদা গুতা খেয়ে, “ও আম্মাগো………” ক্লাস টিচার আবারও সন্তুষ্ট হলেন।



অনেকক্ষন কেটে যাওয়ার পর হামিদা আবার ঘুমিয়ে পড়ল, তাই ক্লাসটিচার আবার জিজ্ঞাস করলেন, “ধর তোমরা ২০ ভাই-বোন, ২১ তম সন্তান জন্ম দেয়ার পর তোমার আম্মা তোমার আব্বাকে কি বলবে?”
হামিদা ফ্যাল ফ্যাল করে দাঁড়িয়ে আছে জবাব না দিতে পেরে।
এই সময় পিছনের বজ্জাত কালু আবার পিন দিয়ে গুতা মারে। এইবার হামিদা রাগে চিৎকার করে চেচিয়ে ওঠে, “আবার যদি গুতা দেও তাইলে তোর ঐটা ভেঙ্গে ফেলমু”

ক্লাসটিচার খুব খুশী হয়ে হামিদার পিঠ চাপরে দিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.