সূর্য আমার চিরশত্রু। আমি অন্ধকার ভালবাসি...
একটা নির্দিষ্ট এলাকা কোন প্রানীর বসবাসের জন্য খুব উপযোগী হলে সেখানে ঐ প্রানীর বংশবিস্তার ভাল হয় এবং ঘনত্ব ও সংখ্যায় অনেক বেশি থাকে; ইকোলজির সহজ সূত্র এটা। উদাহরনঃ সুন্দরবনের "খানদানী বাঙালী বাঘ"। এই প্রানিটি একমাত্র সুন্দরবনেই সুখে শান্তিতে থাকতে পারে।
"বাংলাদেশ" নামক দেশটিতে মানব প্রজাতির প্রানীর ঘনত্ব পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। ছোট্ট একটা এলাকায় গাদাগাদি করে অনেকগুলো মানুষ বাস করে। গড় জীবনকালও বেশ ভাল। তারমানে কি দাঁড়াল? সমগ্র বিশ্বে এই দেশটিই মানুষের জীবনধারনের জন্য সবচাইতে বেশি উপযোগী!!!
অনেকেই হয়ত বলবেন ইহা জনসংখ্যা সমস্যা, নিরক্ষরতা আর গ্রামে-গঞ্জে পর্যাপ্ত বিনোদনের অভাবই এর জন্য দায়ী। কিন্তু বিশুদ্ধ বাস্তুবিজ্ঞানের আলোকে কিভাবে ব্যাখ্যা করবেন?
বাংলাদেশের বিশেষত্ব কি আমি জানিনা, তবে বিশেষত্ব আছে এটা নিশ্চিত ভাবে বলা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।