আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে যুবককে গুলি করে হত্যা

শুক্ররাব রাত সাড়ে ৮টার দিকে মহাখালী ওয়্যাররলেস মোড়ে এ ঘটনা ঘটে। নিহত দুলাল সর্দার কড়াইল বস্তিতে জেনারেটরের মাধ্যমে বিদুৎ সরবরাহ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, দুলালের মাথার পিছনে গুলি লাগে।

হাসপাতালে নিহতের বন্ধু পরিচয় দিয়ে জামাল নামে এক যুবক সাংবাদিকদের বলেন, দুলাল, টিপু ও সোহেলের সঙ্গে তিনি রাত ৮টার দিকে ওয়্যারলেস গেট এলাকায় একটি হোটেলে নাস্তা খান। হোটেল থেকে বেরিয়ে চারবন্ধু হেঁটে বেলতলার দিকে যাওয়ার পথে একটি গুলির শব্দ পান।

পিছনে তাকিয়ে দেখেন দুলাল রাস্তায় পড়ে আছে।

তিনজন মিলে রাত সোয় ৯টার দিকে দুলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কে বা কারা দুলালকে গুলি করেছে তা তারা বুঝতে পারেননি বলে দাবি করেন জামাল।

দুলালের মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী হাসপাতালে ছুটে আসেন। তবে তিনিও এ হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলতে পারেননি।

নিহতের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সদর উপজেলার লাউরিপাড়ায়।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.