জাতীয় পর্যায়ে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন'স (অ্যাপ'স) মান উন্নয়নে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ও ইথিক্স এডভান্সড টেকনোলোজি (ইএটিএল) এর মধ্যে তিন বছর মেয়াদি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। ইউএপি উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও ইএটিএল'র ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ স্বারক স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও মোবাইল অ্যাপস উন্নয়নে এমওইউ স্বাক্ষরিত হয়। শিক্ষার্থীদের নতুন নতুন মোবাইল অ্যাপস তৈরীতে সক্ষম করে তুলতে গত বৃহস্পতিবার ইউএপি'র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী অ্যাপস মান উন্নয়ন কর্মশালা-২০১৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় ও ইউএপি সিএসই বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় কারিগরি সহযোগিতা দিচ্ছে ইএটিল। *প্রেস বিজ্ঞপ্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।