আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের কারাগারে ২৭ বাংলাদেশির ৩ বছর

শুক্রবার রাতে বেনাপোল সীমান্ত দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মাদ আব্দুল্লাহ জানান, রাতে ভারত সরকারের দেয়া বিশেষ পাসে তারা ফেরত আসে। এ সময় বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

বেনাপোল পোর্ট থানার ওসি কাইয়ুম আলি সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৭ জনকে পুলিশের হেফাজতে দিয়েছে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাদের ছেড়ে দেয়া হবে।

ভারতের কেরালায় কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হন ২৭ জন। পরে তাদের তিন বছর কারাদণ্ড হয়। কেরালার ‘ভিয়োরি সেন্ট্রাল কারাগারে’ তাদের রাখা হয়েছিল।

ভাল চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দালালরা তাদের ভারতে পাচার করেছিল বলে জানান বিজিবি কর্মকর্তা আব্দুল্লাহ।

এরা হলেন- আলাল উদ্দিন (৪২), ফিরোজ আহম্মেদ (২১), সাদ্দাম হোসেন (২২), ইনতাজ আলি (২৮), সুমন হোসেন (২২), বিষু (২০), হামিদুল হক (৩০), সাইদুল ইসলাম (২৫), রুবেল আলি (২৮), জাকির হোসেন (২০), রুবেল হোসেন (২৩), আক্তারুল কবির (২৮), শরিফুল (২৫), বাগেরহাটের আব্বাস আলি (২০), মনির হোসেন (২৫), আবুল বাশার (২৫), জাকির হোসেন (২১), আব্দুল খালেক (৩২), ইয়াদ আলি (৩১), ময়িন আলি (২২), আলি আজম (৩২), সাইদুল ইসলাম (৪৩), লালন (২০), রুনু (২২), সায়িদ আলি (৩০) শরিফুল ইসলাম (৩০) ও মেহেরপুরের বজলুর রহমান (৪২)।

এদের মধ্যে ১৩ জন বাগেরহাট ও ১২ জন কুষ্টিয়ার বাসিন্দা। বাকি দুজনের বাড়ি রাজশাহী ও মেহেরপুরে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.