শুরুতে শহরের এমজি রোডে এই সুবিধা পাওয়া গেলেও আগামী মাসের মধ্যে আরো পাঁচটি পয়েন্টে একই সুবিধা পাবেন নগরবাসী।
তবে কিছু নিয়মনীতিও মানতে হবে ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে। আর তা হলো একজন দিনে সর্বোচ্চ ৫০ মেগাবাইট ডাটা ডাউনলোড করতে পারবেন, সময়টাও বেঁধে দেয়া- সর্বোচ্চ তিন ঘণ্টা।
এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই পাইলট প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা দিচ্ছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডি-ভয়েস।
কর্ণাটক রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি সচিব শ্রীবাস্ত কৃষ্ণা এ বিষয়ে বলেন, ইন্টারনেট ব্রাউজের ক্ষেত্রে তারা ব্যবহারকারীকে যতোটা সম্ভব নিরাপত্তা দেয়ার চেষ্টা করছেন।
“সংশ্লিষ্ট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান নির্ধারিত এলাকায় হাই ডেফিনেশনের ক্যামেরা স্থাপন করেছে, যা নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। ”
ইতোমধ্যে ব্যবহারকারীদেরও বেশ সাড়া মিলেছে।
সিন্ধু নামে একজন ছাত্র এ ধরনের উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, “আমি প্রথম চেষ্টাতেই ঢুকতে পেরেছি। গতিও বেশ।
”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।