সড়কটিতে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ওয়াইফাইয়ের আওতায় আনার প্রকল্পটি বাস্তবায়ন করছে ভিনাইল ওয়ার্ল্ড নামে একটি বিজ্ঞাপনী সংস্থা। ফলে এই সড়ক দিয়ে চলাফেরার সময় যে কেউ পাঁচ এমবিপিএস গতির ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আবেদ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মূলত সৌন্দর্য বর্ধনের কাজ পেয়েছিলাম। পরবর্তীতে সড়কটিকে ওয়াইফাইয়ের আওতায় আনার পরিকল্পনা করি। ”
সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সৌন্দর্য বর্ধন ও ইন্টারনেট সেবার কাজটি করা হচ্ছে বলে জানান তিনি।
সড়ককে ওয়াইফাইয়ের আওতায় আনার পরিকল্পনার পেছনে যুক্তি দিয়ে আবেদ বলেন, “এতে যাত্রীরা অন্তত এই পথটিতে যানজটে আটকে থাকলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ওয়াইফাই সেবা দেয়ার জন্য ইতোমধ্যে কয়েকটি টেলিকম অপারেটর ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা-বার্তা চলছে। ”
পাশাপাশি মার্বেল পাথরে খোদাই করে লেখা হবে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষণ, মুক্তিযুদ্ধ, এভারেস্ট জয়সহ স্বাধীনতাপূর্ব ও পরের ১৫টি অর্জনের বর্ণনা।
আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল ভেন্যু ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
অবশ্য রাজধানী জুড়ে সৌন্দর্য বাড়ানোর কর্মসূচিকে ‘অর্থ অপচয়কারী কার্যক্রম’ অভিহিত করে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট বলছে, পুরো রাজধানীতে সৌন্দর্য বাড়ানোর এই কাজে রুচিহীনতার প্রকাশ ঘটছে।
আবেদ মনসুর জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ নাগাদ তারা কাজ শেষ করবেন। মার্চের শুরুতে হবে উদ্বোধন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।