আমি একজন আইটি অফিসার
দেশের প্রিন্টার বাজারে প্রতিদ্বন্দিতা করতে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড নিয়ে এসেছে এইচপি অফিসজেট প্রো এক্স৪৫১ মডেলের ডুপ্লেক্স ওয়াইফাই প্রিন্টার।
প্রিন্টারটিতে রয়েছে ৫৫পিপিএম প্রিন্টিং স্পীড, সর্বোচ্চ ১০৫০ শীট রাখার ট্রে, একসাথে ৩০০ কপি প্রিন্ট করার সুযোগ, ২ ইঞ্চি মনো গ্রাফিক্স ডিসপ্লে, ৭৯২ মেগাহার্জ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ২৮০০ পৃষ্ঠা পর্যন্ত মাসিক ডিউটি সাইকেল এবং বিল্ট ইন ইথারনেট ফিচার।
লেজার কোয়ালিটির এই প্রিন্টারটিতে প্রিন্টিংয়ের ক্ষেত্রে এইচপি ইপ্রিন্ট, এইচপি ইপ্রিন্ট মোবাইল অ্যাপস, গুগল ক্লাউড প্রিন্ট, এইচপি ইপ্রিন্ট ওয়্যারলেস ডিরেক্ট এবং অ্যাপল এয়ারপ্রিন্ট কমান্ড ব্যবহার করা যায়। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৪৮,০০০ টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।