নতুন বছরের আগমন, মনুষ্যত্বের শুভেচ্ছা স্বাগতম - যাযাবর জীবন নতুন বছরের আগমন লাখ লাখ টাকার বাজি পোড়ে আকাশের বুক চিরে হাউই ওড়ে আনন্দ ফুর্তি এরে বলে। নতুন বছরের আগমন শীতে কাঁপছে সারা দেহ মন কেও নেই হবে তাদের আপন পুরনো বাতিল কত গরম কাপড় পরে থাকে বাক্সবন্দী হয়ে টাকা লাগে না তাতে, দুটি কাপড় দিতে শুধু একটু মন লাগে বাক্স খুলে দু একটি কাপড় বিলোতে। নতুন বছরের আগমন ফুর্তির রাত থার্টি ফার্স্ট নাইট লক্ষ টাকার ব্যান্ড পার্টি চারিদিক জুড়ে লাইট আর লাইট কত নামী দামি তারকার কনসার্ট এখানে ওখানে নাচতে হবে তাঁদের গানে তাল মিলিয়ে থার্টি ফার্স্ট এর রাতে; টাকার অভাব হয় না সামনের সারির টিকেট পেতে কতই বা আর দাম? পাঁচ হাজার, দশ হাজার দেখেছি কত না এমন কনসার্ট টিকেট কিনেছে তারা, টাকা যেন হাতের ময়লা দাম যখন হাঁকায় পঞ্চাশ হাজার। তবু কি কষ্টই না লাগে দুটি গরম জামা কিনে দিতে ওই শীতার্ত মানুষের তরে ফ্রিজে কত খাবার পচে, বাসি হয়ে স্থান হয় ডাস্টবিনের কোনে তবুও দুয়ারে ভিক্ষুক এলে, দূর দূর করে দেয় তাড়িয়ে আত্মায় কুলোয় না ফ্রিজের বাসি পচা খাদ্য কিছু দিতে গরীবেরে বিলিয়ে। মানুষ বলি আমরা নিজেদের মনুষ্যত্ব কোথায় ঘুমিয়ে থাকে? থার্টি ফার্স্ট নাইটের ফুর্তির ফাঁকে কিংবা বাক্স বন্দী গরম কাপড়ের মাঝে তেলাপোকার খাদ্য হয়ে। অথবা ফ্রিজে লুকিয়ে রাখা সযতনে ডাস্টবিনে কুকুরের খাদ্য হতে। আরেকটি বছর ঘুরে, নতুন বছরের আগমন তোমাদের এ হীন মনুষ্যত্বকে জানাই শুভেচ্ছা স্বাগতম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।