কবঠ
আওয়ামী লীগ যেভাবেই থাক তবু আওয়ামী লীগই এই দেশে ক্ষমতাশীন থাক। এই দেশের জন্য আপাতত আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আরো পর পর দুটি র্টাম আওয়ামী শাসন অতিবাহিত হলে স্বাধীনতা পক্ষের ছোট ছোট রাজনৈতিক শক্তি গুলি নিজেদের গ্রহনযোগ্যতা বারিয়ে তুলতে সক্ষমতা অর্জন করতে পারবে। এই পনারো বছরের উন্নয়নের জোয়ারে ভেসে যাবে বিএনপি বা পাকি বাবার শিষ্যের দল। বিএনপি জামাতের সাথে গাটছরা বেধে নিজেদের জরশুদ্ধ পচিয়ে ফেলেছে।
তারা যতবার ক্ষমতাশীন হয়েছিল ততবারই বিভিন্ন অযুহাতে আমাদের রক্তাক্ত পতাকাটি নরপশু শকুন রাজাকার গুলির হাতে তুলে দিয়ে মুখটিপে হেসেছিল আর খিস্কিখেউর করে বাকশালের ভাঙ্গা রেকডটি বাজিয়ে উদোম নৃত্য করে দেশময় সর্বনাশা মৌলবাদের বীজ বপন করে গিয়েছিলো। ওদের আর কখনো বাংলাদেশের শাসন ক্ষমতায় দেখতে চাই না। বিএনপি নেত্রী বেগম জিয়া দীর্ঘ নয় মাস পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মল্ল যুদ্ধ করে দেশটাকে মুক্তির দ্বারপ্রান্তে নিয়ে এসেছিলেন বলেই হয়তো আমরা স্বাধীন র্সাবোভৌম একটি দেশ পেয়েছিলাম। এর জন্যেই তিনি হয়তো এতো জোরের সাথে মুক্তিযুদ্ধের উদাহরন তুলে আন্দোলনে ঝাপিয়ে পরবার অঙ্গিকার ব্যাক্ত করতে পারেন।
তবে একটা কথা স্বীকার করতেই হবে যে, জননেত্রী শেখ হাসিনা বানুর চানক্য সুলভ রাজনৈতিক উৎকর্ষতা ইর্ষাজনক।
তিনি বিএনপির ভোমা ভোমা ক্ষেতনামা ব্যারিণ্টার রাজনৈতিক বোদ্ধাদের মুখে ঝামা ঘষে দিয়ে দ্বীধা, দন্দ ও ভয়ের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিতে পেরেছেন। বিরোধী দলীয় কন্ঠস্বর গুলি কেমন যেন মিইয়ে পরেছে। কেউ ঠিক শিরদারা সোজা করে সত্যমিথ্যার এই খেলায় আগের মতো অংশ নিতে পারছেন না। ২৪ জানুয়ারীর পর থেকে বিএনপির টুশব্দটি করার যাবতীয় শক্তি নিস্বেস হলে বিএনপি বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ থেকে হাড়িয়ে গেলেও আর্শ্চয্য হবার কিছুই থাকবে না। খতমে জামাতবিএনপি।
খতমে মৌলবাদ। খতমে পাকিমন্ত্র নিপাত যাক। -জয় বাংলা। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।