আমাদের কথা খুঁজে নিন

   

শীতের শেষের কেমন ঝলমলে রোদ // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

চারপাশে কেমন উচ্ছলতা, ফুরফুরে রোদ, তরুণীর তনুতে অঙ্কুর
ফুল, পাখিদের কলরব, কারো জন্মোৎসব, প্রেমের পুলকিত সুবাস __
চারপাশে কেমন রঙিনদিন, অপরূপার রিনিঝিনি, ঝুমঝুম নুপুর ;
চারপাশে কেমন উদ্বেলতা, ঝর্ণার ব্যঞ্জনা, আর নতুন প্রাণের প্রকাশ।

চারপাশে নবধূদের হলুদ শাড়ি বাতাসে ওড়ে কেমন পত পত !
নবীণ সরকারের মন্ত্রীদের কী সুন্দর মোলায়েম ধবধবে পোষাক __
কী সুন্দর চনমনে মন, কী সুন্দর অমেয় বাণী মুখে, সৎ
সুন্দর সমাজ গড়াবার প্রগাঢ় অঙ্গীকার, চোখেমুখে তাদের কেমন পুলক !

চারপাশে দিন বদলের পালা, প্রকল্পের ভিত্তি প্রস্তর, প্রবৃ্দ্ধির হার __
শহরতলিতে নব্যধনীদের নবীন ফ্লাটের চুনাপাথরের কেমন অভিজাত ঘ্রাণ !
চারপাশে মানুষর শুভদিন, প্রেয়সীর রঙিন শাড়ির খরখরে পাড়,
চারপাশে শীতের শেষের কেমন ঝলমলে রোদ, আগাম ফালুনের গান।



শুধু আমি আশাহীন, ভালোবাসাহীন পড়ে থাকি বিবর্ণ শব্দের ব্যঞ্জনায় ;
আমার কোনো শুভদিন নেই, চোখের থেকে শুধু বসন্ত বেগে বেগে ধায়...
২৬.০১.২০১৪
[শীতের শেষের কেমন ঝলমলে রোদ //
শাফিক আফতাব //]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।