আমাদের কথা খুঁজে নিন

   

সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত

টেলিভিশন ও বেতারের কার্যক্রম তদারকি এবং নিয়ন্ত্রণে জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ রবিবার তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, খসড়াটি আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় তোলা হবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত নীতিমালার আলোকে আইনের মাধ্যমে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে। ওই কমিশন একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করে টেলিভিশন ও বেতারের লাইসেন্স দেয়ার জন্য সরকারকে সুপারিশ করবে।

১৩ পৃষ্ঠার খসড়া সম্প্রচার নীতিমালার ছয়টি অধ্যায়ে সম্প্রচার নীতিমালার পটভূমি, সম্প্রচার লাইসেন্স, অনুষ্ঠান সম্প্রচার সংক্রান্ত, বিজ্ঞাপন সম্প্রচার সংক্রান্ত, অনুষ্ঠান সম্প্রচারের অনুপযুক্ততা এবং সম্প্রচার কমিশনের ব্যাপারে বিশদভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ দেয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.