আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলের স্ক্রিনে আঙুলের বিচরণ দেখে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কিছু কিছু মোবাইলের স্ক্রিনে মানুষজনের আঙুলের বিচরণ দেখে কিছু কিছু জিনিস বোঝার চেষ্টা করলাম। যদি দুই হাত দিয়ে মোবাইল ব্যবহার করে তাহলে বুঝতে হবে সেটা স্ম্যার্ট ফোন। যদি দেখা যায় একটা আঙুল কেবল উপর থেকে নিচে যাচ্ছে তাহলে বুঝতে হবে সে ফেসবুকে আছে। যদি মোবাইলের দিকে অপলক তাকিয়ে থাকে তাহলে বুঝতে হবে সে থ্রিজি সিম ব্যবহার করে এবং সেই মুহূর্তে ইউটিউব দেখছে। আঙুল উপর নিচ করতে থাকলে বুঝতে হবে চ্যাটিং করছে।

যদি দীর্ঘক্ষণ যাবত উপর নিচ করতে থাকে তাহলে বুঝতে হবে অপরপক্ষে নারী। মোবাইল কিছুক্ষণ হাতে ও কিছুক্ষণ পকেটে থাকলে বুঝতে হবে মোবাইল ব্যবহারকারী ত্রিশ পেড়িয়েছে। মোবাইল স্ক্রিন থেকে মাথা উঁচু করে চারদিকে সতর্ক দৃষ্টিতে তাকালে বুঝতে হবে সে পর্নো দেখছে। একটু পর পর স্ক্রিনের নিদৃষ্ট একটা জায়গা চাপলে বোঝা যায় সে এসএমএস লিখছে। একই প্যাটার্নে আঙুল দুই মিনিট অন্তর মোবাইলের স্ক্রিনের উপরে খেলা করলে বুঝতে হবে ফেসবুকের স্টাটাসের মন্তব্য বা লাইক বা চ্যাটিং এর রেসনপন্স চেক করছে।

দুই হাত মোবাইলের দুই প্রান্তে রেখে দুটো আঙুল একই সরলরেখায় স্ক্রিনের মাঝ বরাবর নড়নচড়ন করলে বুঝতে হবে গেম খেলছে। কোন গেম খেলছে তাও একটু চেষ্টা করলে বোঝা যায়। যেমন বাম বুড়ো আঙুল যদি স্ক্রিনের বাম দিকে গুলতি মারার মত আসাযাওয়া করে তাহলে বুঝতে হবে এ্যাংরি বার্ড। মোবাইল একটু পর পর ব্যগ বা পকেট থেকে বের করে স্ক্রিন লাইট অন করলে বুঝতে হবে নোটিফিকেশন চেক করছে। আলতো করে স্ক্রিনে আঙুল স্ক্রল করলে বুঝতে হবে সেটটি স্যামসং এস/ডুয়ো।

একটু আঙুল দাবিয়ে স্ক্রল করলে বুঝতে হবে ওয়াল্টন বা সিম্ফনী। মোবাইল সারাক্ষণ হাতে থাকলে বুঝতে হবে এটা স্যামসং স্যামসং নোট টাইপের মডেল। কখনও বুক পকেটে, কখনও হাতলে বুঝতে হবে স্যামসং এস টাইপের মডেল। প্যান্টের পকেটে থাকলে সেটা স্ম্যার্টফোন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.