আমাদের কথা খুঁজে নিন

   

জীবন যন্ত্রনার একটি মুখ

সকলেই কবি নয়, কেউ কেউ অ-কবি...

জীবন বৃক্ষের মতো অহর্নিশ আমাকে জ্বালিয়ে যাচ্ছে
পথিকেরা, আমি তো একটা অবলা গাছ
এর বেশি নই তো?
আমাকে যতেচ্ছা ভোগ করো ছিড়ে ফেড়ে খাও
আমার রূপ দর্শনে তোমাদের চেখের জ্যোতি বাড়াও তাতো বাধা দেইনি,
বাধা দেইনি, তপ্ত দুপুরে আমার বুকে মাথা মাথা রেখে পৃথিবীর সব সুখ
গ্রহণ করো্ আজলা ভরে, আমরা ফলগুলো খাবারের হলে খাও
এগিয়ে দিচ্ছি, পেতে দিচ্ছে রসে টলয়মান তাজা বুক।
আর কিছু চাও?
আমার সব রূপ রস গন্ধ মুখে চোখে যতো পারো মেখে নাও
জীবনকে অন্য আনন্দে ভরে দাও
বিনিময়ে আমি কিছুই চাইনি,
তোমাদের মতো জাত থেকে আমি কিছুই চাইনি,
আশা করিনি, তোমার আশায় দিবা স্বপ্নে চোখ ভরিনি
অপেক্ষায় স্যারি, প্রতীক্ষায় থাকিনি সকাল আর সন্ধায় গোধূলির
শেষ সময়ের পাখিটা বাসায় পা রাখা পর্যন্ত।
অথবা সবাগ্রে বিছানা ছাড়া মা পাখিটার ঘরদোর ঝাড় দেয়া ল্গনে
কিন্তু আমার পরিচয়-গাছ। তুমি তো মানুষ, আমাকে যন্ত্রনা দেবার জন্য
বিধাতা তোমার অপরূপ দেহে প্রাণ দেননি।
আমি...আমি জীবন যন্ত্রনার একটি মুখ, একটি যন্ত্রনায় নীল হয়ে যাওয়া একটি
সাবেক সবুজ বৃক্ষ।
২৩.০৪.১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.