Mahabubur Rahaman Arman (Araz Rahaman Arman) ২০১২ সাল টা আসলে খুবি জটিল একটা টারনিং পয়েন্ট ছিলো আমার জন্য। গত বছর এ সময়টাতে চট্টগ্রাম এর কক্সবাজার এ ছিলাম। সেখান থেকে ফ্রেশ মন মানিসিকতা নিয়ে ঢাকা তে এসেছিলাম একটা নতুন ধরনের উদ্দীপনা নিয়ে। এ বছর টাতে অনেক কাছের মানুষ সত্রুতা করেছে। আবার অনেক দূরের মানুষ আপন হয়েছে।
তাদের মধ্যে কয়েকজন আবার আমার পুরা জীবনের টারনিং পয়েন্ট। কয়েকজন তো এলোই আমার জীবন বদলে দিতে এদের মধ্যে অন্যতম হল সালাহ উদ্দিন যার কথা না বললেই নয়। আরেক জন হলো গিয়ে আমার সবচেয়ে বড় অ কঠিন অর্জন যাকে পেয়েছিলাম বছরের মাঝামাঝি সময়ে। সে আমার সম্পূর্ণ জীবন টাকেই বদলে দিয়েছে। একটু বেশি কর্পোরেট বা অফিসিয়াল হয়ে গিয়েছিলাম।
আর আরেকটি বড় প্রাপ্তি হলো গিয়ে আমাদের T-ZONE যার কথা না বললেই নয়। পেয়েছি চাকরি খুঁজব না চাকরি দেবচাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপ এর সবার সহযোগিতা। Digital World 2012 এ অংশগ্রহনের সুযোগ। অনেক বন্ধুর বন্ধু বন্ধু হয়ে গেলো আবার অনেক কাছের মানুষ গুলো ও শত্রু তে রূপান্তরিত হয়ে গেলো।
তবুও অনেক কিছুই পেয়েছি।
যথেষ্ট।
আমার সকল ক্লায়েন্ট, বন্ধু-বান্ধব, ভাই-বোন শুভানুধ্যায়ী, আমার সাথে যারা এতোদিন কাজ করেছেন, পাশাপাশি আমাদের T-ZONE এর সকল গ্রাহক ইত্যাদি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
মোরালঃ জীবনে কাউকে নিজ থেকে কিছু শিখাতে যাবেন নাহ! কারন কারো পেটে ক্ষুধা না থাকলে তাকে খাওয়ার জন্য জোড় করতে তো আর পারবেন নাহ তাই না?
Happy New Year 2013
মাহাবুবুর রহমান আরমান (আরাজ রহমান)
টি-জোন (পোশাক)
পূর্ব বাসাবো, ঢাকা-১২১৪
ফেইসবুকঃ https://www.facebook.com/arshadhin
স্কাইপঃ arazmix
টুইটারঃ arazmix
ফোনঃ 01813854079
ই-মেইলঃ
ব্র্যান্ড ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/TZONEBD
ওয়েবসাইটঃ http://www.tzonebd.com ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।