গত এক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে আজ প্রথম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিমরা। টাইগার অধিনায়ক চাইছেন গত বছরের ধারাবাহিকতা ধরে রেখে ভালো ক্রিকেট খেলা। 'বিগ থ্রি'র প্রস্তাবনাকে পিছনে ফেলে ভালোকিছুর স্বপ্ন দেখছেন আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক।
'বিগ থ্রি'র প্রস্তাবনা কি বাড়তি অনুপ্রেরণা দেবে?
মুশফিক : খুব বেশি যে অনুপ্রেরণা, তা নয়।
অন্যান্য দেশের মতো আমরা খুব বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাই না। তাই আমাদের কাছে প্রত্যেকটা টেস্টই গুরুত্বপূর্ণ। অন্য কারো কাছে কিছু প্রমাণ করার নয়, নিজেদের কাছে প্রমাণ করার ব্যাপার এটা। বছরের প্রথম সিরিজ, তাই আমরা খুবই রোমাঞ্চিত। ইনশাল্লাহ আগামীকাল আমরা ভালোভাবেই শুরু করব।
খেলার সময় কি 'বিগ থ্রি'র প্রস্তাবনা মাথায় থাকবে?
বিষয়টা আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা আছে সেটা হল কাল (আজ) মাঠে নেমে খেলা। অনেক গুরুত্বপূর্ণ একটা খেলা এবং আমাদের মনোযোগ এখন পুরোপুরি ওই দিকেই। মাঠের বাইরের ব্যাপার নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই।
সিরিজে কোন বিষয়গুলো দু'দলকে কাছাকাছি এনে দাঁড় করিয়েছে?
শেষবার ওদের ওখানে ভালো ক্রিকেট খেলেছিলাম।
যদিও টেস্ট সিরিজটা হেরেছিলাম। শেষ টেস্টটিতে সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। গত বছর থেকেই আমাদের ব্যাটিং ধারাবাহিকভাবে ভালো হচ্ছে। ওদের বোলিংয়ের তুলনায় ব্যাটিং শক্তিশালী। আমাদের ব্যাটসম্যানরা ফর্মে রয়েছেন।
আমাদের স্পিনাররা বিশ্বমানের। আমাদের পেসারদের সামর্থ্য রয়েছে। যদিও নিজেদের সামর্থ্য সেভাবে দেখাতে পারেনি। তবে উন্নতি করছে। আশা করছি এবার তারা কিছু করে দেখাবে।
এবার কি স্পোর্টিং উইকেট হবে?
সব চাওয়ার প্রতিফলন হয় না। এবার আমরা স্পোর্টিং উইকেট চেয়েছিলাম। আমার মনে হয় উইকেটটা খুবই ভালো হবে। সাকিব যা বলেছে, আমারও তাই বিশ্বাস। এ উইকেটে যারা যত প্রয়োগক্ষমতা দেখাবে, তারাই তত সফল হবে।
হোক সে পেসার, স্পিনার কিংবা ব্যাটসম্যান। শুরুতে ব্যাটসম্যানরা সামলে নিলে পরের দিকে খেলাটা সহজ হবে। আমাদের এরকম উইকেটেই বেশি বেশি টেস্ট ম্যাচ খেলা উচিত।
প্রথম ইনিংসে বড় স্কোর করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয় বাংলাদেশ...
চার-পাঁচ বছর আগে প্রথম ইনিংসে ভালো খেলতে পারতাম না। সেদিক থেকে উন্নতি হয়েছে আমাদের।
এখন প্রথম ইনিংসে ভালো করছি। দ্বিতীয় ইনিংস নিয়েও চিন্তা আছে আমাদের। তবে কাজটা খুব সহজ নয়। কারণ সময়ের সঙ্গে সঙ্গে উইকেটের ধরন পাল্টাতে থাকে। আবার ৩-৪দিন ফিল্ডিং করে ব্যাটিং করার ব্যাপারও থাকে।
আমাদের পরিকল্পনা অবশ্যই আছে।
এই বোলিং অ্যাটাকে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া সম্ভব?
অবশ্যই সম্ভব। আমার বিশ্বাস, পেস বোলাররা যদি সামর্থ্য অনুযায়ী বোলিং করে ভালো শুরু দেয় এবং কয়েকটা উইকেট পাই, তাহলে আমাদের যে মানের স্পিনার আছে তাতে অবশ্যই ওদের দুইবার অলআউট করা সম্ভব।
শ্রীলঙ্কার সঙ্গে সর্বশেষ সিরিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন...
প্রত্যাশাতো অবশ্যই ভালো কিছুর। ধারাবাহিকতা ধরে রাখতে চাই।
বছরের প্রথম সিরিজে ভালো কিছু করতে চাই। বড় ইনিংস খেলতে চাই। কারণ বড় ইনিংস দলের খুব কাজে আসে। চেষ্টা থাকবে সে রকমই কিছু করার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।