লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহৃত মিশরীয় দূতাবাসের ৫ কর্মকর্তাকে ছেড়ে দেয়া হয়েছে।
লিবিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী রাজাক গ্রাদি গতকাল রবিবার বিবিসিকে জানান, তিনজন কূটনীতিককে ছেড়ে দেয়া হয়েছে এবং বাকিদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
'আমি নিশ্চিত করে বলতে পারি মিশরের দূতাবাসের তিনজন কর্মকর্তা বাড়িতে আছেন এবং বাকিদের রাষ্ট্রীয় হেফাজতে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।'
এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। এদিকে, অপহরণের পর ত্রিপোলি ও বেনগাজির দূতাবাস থেকে সব কর্মী সরিয়ে নিয়েছে কায়রো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।