আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপের পাঁচ মাস আগেই ব্রাজিলে যুক্তরাষ্ট্র

আগামী জুনে বিশ্বকাপ খেলতে ২৩ সদস্যের যুক্তরাষ্ট্র দল যখন ব্রাজিলে আসবে তখন অনেকের কাছেই ব্যাপারটা ‘ঘরে ফেরার মতো’ হবে।

বিশ্বকাপ মিশনে ব্রাজিলের আবহাওয়া ও পারিপার্শিক অবস্থা সম্পর্কে আগাম ধারণা এবং খেলোয়াড়দের মানসিকভাবে এগিয়ে নিতে পুরো জাতীয় দল নিয়ে ব্রাজিলে আসেন কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান।

দেশে ফেরার আগে গত দুই সপ্তাহ সাও পাওলোর একটি কেন্দ্রে অনুশীলন করেছে তারা। বিশ্বকাপ চলার সময় যে হোটেলে থাকবে মার্কিন দল এখনই সেখানে অতিথি হয়েছে তারা।

প্রথাগতভাবে প্রতিবছর জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ বন্ধ থাকার সময় ঐ লিগে খেলা জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে লস অ্যাঞ্জেলসে এরকম ক্যাম্প করে থাকে দেশটির ফুটবল সংস্থা। ওই অনুশীলনের জন্য এবার ব্রাজিলকেই বেছে নিয়েছে ফুটবল ফেডারেশন।

বাছাইপর্বে কনকাকাফ অঞ্চলের সেরা দল যুক্তরাষ্ট্র খেলবে ‘জি’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, পর্তুগাল ও আফ্রিকার ঘানা।

আগামী ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলের ১২টি শহরে বসবে বিশ্বকাপের জমকালো আসর।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.