আমাদের কথা খুঁজে নিন

   

বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিরীন শারমিন নির্বাচিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে উপনির্বাচনে নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এই আসনের জন্য তিনি আওয়ামী লীগ মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। পরে তিনি এ আসন ছেড়ে দিলে ৮ জানুয়ারি আসনটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করে।

তফসিল ঘোষণা হলে সংসদের স্পিকার ড. শিরীন শারমিনকে আওয়ামী লীগ সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত করে। ২৫ জানুয়ারি তিনি পীরগঞ্জে এসে প্রধানমন্ত্রীর বাড়ি উপজেলার ফতেপুরে জয়সদনে আওয়ামী লীগের এক বিশাল কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

পরদিন ২৬ জানুয়ারি তিনি রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।আজ বুধবার মনোনয়নপত্র বাছাই শেষে তিনি ওই আসনের জন্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.