সংসদে বিরোধীদলীয় হুইপ হয়েছেন জাতীয় পার্টির তাজুল ইসলাম চৌধুরী। আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে আয়োজিত বৈঠকে তিনি হুইপ মনোনীত হন।
এর আগে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন রওশন এরশাদ। আগামীকাল ২৯ জানুয়ারি বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। এবারই প্রথম ৩৪ টি আসন নিয়ে বিরোধী দলে বসতে যাচ্ছে জাতীয় পার্টি।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামীকাল সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন কি না, সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। রওশন এরশাদের বাসায় এ পর্যন্ত বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাতে এরশাদ ও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার অনুপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।