ইউক্রেনের চলমান সংকট নিরসনে পদত্যাগ করছেন প্রধানমন্ত্রী মাইকোলা আজারোভ। প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে পার্লামেন্টে বিশেষ অধিবেশনের দিনেই এমন সিদ্ধান্ত ঘোষণা করলেন আজারোভ।
তবে তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোচিভ গ্রহণ করেছে কিনা জানা যায়নি।
সরকারবিরোধী বিক্ষোভকে অপরাধের আওতাভুক্ত করে নতুন আইন পুনর্বিবেচনা করতে প্রেসিডেন্টের নির্দেশের পরেই পদত্যাগ করতে যাচ্ছেন আজারোভ।
পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি এক বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, সামাজিক ও রাজনৈতিক সমঝোতার পরিবেশ সৃষ্টি করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।