আমাদের কথা খুঁজে নিন

   

রাইতে The Bank Job দেখলাম সকালেই

কমলফুল বিমল শেজখানি, নিলীন তাহে কোমল তনুলতা । মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যাথা

কেডায় জানতো রাইতে দেহুম মুভি আর সকালে খবরের কাগজে দেহুম মুভির কাহিনী ।
খবরের কাগজে পরথমে পইরা মোর চক্ষু কপালে , পরথমে মনে করছিলাম হ্যালুসিনেশন হইতাছে তাই আমি পেপারে পরতে আছি । পরে টিভি দেহি না কাহিনী সত্য
সেই রকম ফিলিন্স পাইতাছি , মনে হয়তাছে মুই একজন নায়ক
হালারে পাইলে জিগাইতাম ভাই আন্নে কোন মুভি দেইখা ইন্সপায়ার হইছেন আয় ।
যাইহোক , Roger Donaldson পরিচালনায় সত্য ঘটনা নিয়ে করা মুভি
imdb তে 7.3 রেটিং পাওয়া , Jason Statham তো আছেই
মুভি টা অনেক টা The Italian Job এর লগে মিলে , অনেকটা সিক্যুয়াল ধরা যায়
Inside Man মুভি টার লগে অনেক মিলে ।

অবশ্য মুভি টা যে ডাকাতি বা টাকা নিয়া কাহিনী তা না , এহানে আরও কাহিনী আছে । হালারা ইংল্যান্ডের বেকার স্ট্রিটে একটা ব্যাংক ভল্ট ডাকাতি করতে যায় ভল্ট এর ভিতর টাকা পয়সা সোনাদানা লগে হালারা বড় বড় অফিসিয়ালদের পর্নো ছবি ও ঘুষে দেয়ার হিসাব বই পায় , এডি নিয়া আরও গেরা কলে পরে , বড় নেতা খেতারাও ছারবার পাত্র নয় , এম্নে কাহিনী সুন্দর ভাবে আগায়া যায়
আন্নে রা দেখবার পারেন ভালা মুভিটা ।
(শালার কপাল এই নিয়া তিনবার পোস্ট করতে গিয়া ধরা খাইলাম , ছবি আপলোড হয়না , পোস্ট করলে পরথম পেজ এ আইসা পরে , শালার এতো কষ্ট করে লেখার পর যদি হারায়া যায় তাইলে যে কেমন লাগে
there wase error with the token এর মাইরে বাপ )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.